সঠিক উত্তর হচ্ছে: চন্দ্রে
ব্যাখ্যা: শান্ত সমুদ্র চাঁদে অবস্থিত। আসলে চাঁদে কোন বাতাস বা বায়ু মন্ডল না থাকায় কোন শব্দ শোনা যায়না, এবং চন্দ্র পৃষ্ঠে পানিও নাই তাই বিশেষ একটি নীচু ও অপেক্ষাকৃত শীতল স্থানকে শান্ত সমুদ্র বলা হয়।\nতথ্যসূত্রঃ বিজ্ঞান পত্রিকা