প্লাংকের ধ্রুবক হলো একটি মৌলিক ধ্রুব সংখ্যা যার মান শক্তির একটি কোয়ান্টামেরঅন্তর্নিহিত শক্তি এবং ঐ কোয়ান্টামেরকম্পাঙ্কের অনুপাতের সমান।একে hh দ্বারা প্রকাশ করা হয়। এর মান 6.62*10^-34। এর প্রকৃত তাৎপর্য হলো এর সাহায্যে কোয়ান্টাম তত্ত্বের অনেক গানিতিক হিসাবের সমাধান করা যায়।