সঠিক উত্তর হচ্ছে: ক
ব্যাখ্যা: কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না। এরূপ ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি। আবার কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না। এরূপ ধ্বনিকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। এরকম কিছু অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হলোঃ ক,চ,ট,ত ইত্যাদি।