সঠিক উত্তর হচ্ছে: কার্ল মার্ক্স
ব্যাখ্যা: উক্তিটি কার্ল মার্ক্স এর। ম্যাকগাইভার সংস্কৃতি নিয়ে যে উক্তিটি করেছেন তা হলো- আমাদের জীবনধারায় হচ্ছে আমাদের সংস্কৃতি, অর্থাৎ Our Culture is what we are. এছাড়া নৃবিজ্ঞানী টেইলর সংস্কৃতি নিয়ে বলেন- সংস্কৃতি বলতে সমাজস্থ মানুষের জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, নিয়ম, আচার ও অন্যান্য বিষয়ে দক্ষতা ইত্যাদি ল্র এক জটিল সমগ্রতাকেই বোঝায়।[তথ্যসূত্রঃ Society and Culture - The Herald]