সঠিক উত্তর হচ্ছে: ফুসফুস
ব্যাখ্যা: নিউমােনিয়া ফুসফুসের একটি রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। এ রােগে মানবদেহের ফুসফুস আক্রন্ত হয় এবং ফুসফুসের থলিতে অস্বস্তিকর যন্ত্রনা হয়। উল্লেখ ফুসফুসের প্রদাহকে নিউমােনিয়া, যকৃতের প্রদাহকে হেপাটাইটিস, কিডনির প্রদাহকে নেফ্রাইটিস বলে ।