সঠিক উত্তর হচ্ছে: অসলো চুক্তি
ব্যাখ্যা: ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে সাক্ষরিত অসলো চুক্তির মাধ্যমে পিএলও এবং ইসরাইল পরস্পরকে স্বীকৃতি প্রদান করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্নিনটন এতে মধ্যস্থতা করেন। অন্যদিকে, আলজিয়ার্স চুক্তি (১৩ জুন, ১৯৭৫) শাত ইল আরব জলপথ নিয়ে ইরাক-ইরান সীমান্ত সমস্যা নিরসন, ডেটন চুক্তি (১৪ ডিসেম্বর, ১৯৯৫) বসনিয়া সংকট নিরসন এবং তাসখন্দ চুক্তি (১০ জানুয়ারী ১৯৬৬) পাক-ভারত যুদ্ধ অবসানে সাক্ষরিত হয়। (সূত্রঃ Hello BCS লেকচার)