ব্যাখ্যা: শিশুদের বয়স দুই বছর কালে প্রােটিনের অভাবে চুলের রং পরিবর্তিত হয়ে বাদামি হয়, দেহের বৃদ্ধি হয় না। পেশী ক্ষয় হতে হতে কিন্তু দেহে কিছু চর্বি জমা থাকে, পানি জমে শরীর ফুলে যায়। একে কোয়াশিয়রকর বলে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।