ব্যাখ্যা: বন্ধনি চিহ্ন তিন প্রকার। যেমন:\n\nপ্রথম বা বক্র বন্ধনী ( )\nদ্বিতীয় বা গুম্ফ বন্ধনী { }\nতৃতীয় বা সরল বন্ধনী [ ]\nমূলত গণিত শাস্ত্রে এগুলো ব্যবহৃত হলেও বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে প্রথম বন্ধনী ব্যবহৃত হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।