সঠিক উত্তর হচ্ছে: মৌলভীবাজার
ব্যাখ্যা: → উইকিপিডিয়া ও বাংলাপিডিয়া অনুসারে ১৮৪০ সালে চট্টগ্রাম ক্লাব এলাকায় চায়ের চাষ শুরু হয়। ভারতবর্ষে প্রথম চাষ শুরু হয় ১৮১৮ সালে। \r\n→ চায়ের চাষ প্রথম শুরু হয় চীনে। দেশে উৎপাদিত অধিকাংশ চা বিদেশে রপ্তানি করা হয়।\r\n→ বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চায়ের চাষ শুরু হয় 1854 সালে সিলেটের মালনিছড়ায়। \r\n→ চা বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল। \r\n→ চা চাষের জন্য জন্য প্রয়োজন পানি নিষ্কাশনযোগ্য, জৈব মিশ্রিত উর্বর দোআঁশ মাটির উঁচু ও ঢালু জমি, 16-17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত। \r\n→ বাংলাদেশে ২ প্রকার চা উৎপন্ন হয়। যথা- কালো চা ও সবুজ চা। \r\n→ চা বোর্ড প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে চট্টগ্রামের নাসিরাবাদে। \r\n→ চা গবেষণা ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় ১৯৫৭ সালে। \r\n→ চা জাদুঘর অবস্থিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। \r\n→ বিশ্বের ১ম চা নিলামকেন্দ্র অবস্থিত চট্টগ্রামের আগ্রাবাদে। \r\n→ দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে অবস্থিত। \r\n→ প্রথম অর্গানিক চা পঞ্চগড়ে (মীনা চা)। \r\n→ সবচেয়ে বেশি চায়ের বাগান আছে__________ মৌলভীবাজারে। \r\n→ প্রবল খরার সময় ছায়ার যোগান দিতে বা বর্ষায় বৃষ্টির পানি থেকে চা গাছকে রক্ষায় চা বাগানে ছায়াস্বরূপ যে বৃক্ষ থাকে তাই ছায়াবৃক্ষ।