নিচের অপশন গুলা দেখুন
- মাইকেল মধুসূদন দত্ত
 - বিষ্ণু দে
 - বুদ্ধদেব বসু
 - সুধীন্দ্রনাথ দত্ত
 
মাইকেল মধুসূদন দত্ত বাংলা আধুনিক সাহিত্যের জনক। তাঁর কাব্যচর্চা শুরু হয় ইংরেজি ভাষায়। 
ইংরেজি ভাষায় তিনি দুটো দীর্ঘ কাব্য লেখেন। 
কাব্যগুলো হলো :
- ক্যাপটিভ লেডি
- ভিশনস অফ দি পাস্ট
তাঁর বাংলা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো:
- তিলোত্তমাসম্ভবকাব্য
- মেঘনাবধকাব্য
- বীরাঙ্গনা
- ব্রজাঙ্গনা
উৎস : লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।