সঠিক উত্তর হচ্ছে: পাশ্চাত্য সংস্কৃতি
ব্যাখ্যা: সংস্কৃতি বলতে আমরা বুঝি একটি অঞ্চলের দীর্ঘ দিনের আচার,ব্যাবহার, রীতি নীতি, চাল চলন যা ওই সামাজ কতৃক নির্ধারিত ও পরিচালিত। অন্যদিকে অপসংস্কৃতি হল এমন কিছু যা ওই সমাজের লোকদের চোখে দৃষ্টিকুটু ও ওই সমাজের রীতি নীতির পরিপন্থী ও হানিকর এমন কিছু আচার আচরন।\n