সঠিক উত্তর হচ্ছে: চেক প্রজাতন্ত্র
ব্যাখ্যা: বিশ্বের দীর্ঘতম ঝুলত সেতু \"স্কাই ব্রিজ ৭২১\" চেক প্রজাতন্ত্রে অবস্থিত। ঝুলন্ত সেতুটির উচ্চতা মাটি থেকে ৯৫ মিটার। আর সমুদ্র পৃষ্ঠ থেকে ১১১৬ মিটার। স্কাই ব্রিজ ৭২১ এর আগে এত দিন বিশ্বের সবচেয়ে ঝুলন্ত সেতুর রেকর্ড ছিল নেপালের বাগলুং পর্বত ফুটব্রিজ[তথ্যসূত্রঃ প্রথম আলো]