নিচের অপশন গুলা দেখুন
- ফিনিশীয় সভ্যতা
- সুমেরীয় সভ্যতা
- মিশরীয় সভ্যতা
- চৈনিক সভ্যতা
➣ চৈনিক সভ্যতার অবদানঃ
⇒ চৈনিক সভ্যতায় মূলত শাং রাজাদের আমলে ভিন্ন প্রকৃতির একটি লিখন পদ্ধতির আবিষ্কার করে। চিত্রভিত্তিক এই লিখন পদ্ধতির নাম - “আইডিওগ্রাফ”। সামান্য অদল বদল করে চীনের সেই লিপি এখনও বিদ্যমান এবং বর্তমানে এই লিপির চিহ্নের সংখ্যা প্রায় চল্লিশ হাজার।
⇒ চৈনিকরা আধুনিক আমলাতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করে।
⇒ শিল্পকলা, কারুকার্য ও ভাস্কর্য নির্মান, সঙ্গীত ইত্যাদি ক্ষেত্রে চৈনিকদের অবদান অনস্বীকার্য।
উৎসঃ HelloBCS content (Upcoming)