সঠিক উত্তর হচ্ছে: √দৃশ + অনীয় = দর্শনীয়
ব্যাখ্যা: ? তব্য ও অনীয় প্রত্যয় : \r\nকর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে (ক) তব্য ও (খ) অনীয় প্রত্যয় হয়। \r\n\r\n ? (ক) তব্য : √কৃ + তব্য = কর্তব্য (গুণ হয়েছে), √দা +তব্য = দাতব্য, √পঠ্ + তব্য = পঠিতব্য, মন্তব্য, দ্রষ্টব্য, গন্তব্য।\r\n\r\n\r\n ? খ. অনীয় : √কৃ + অনীয় = করণীয় (গুণ হয়েছে), √রক্ষ্ + অনীয় = রক্ষণীয়, √দৃশ + অনীয় = দর্শনীয় (গুণ হয়েছে) [ষোড়শ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় : ১৯; প্রবাসী কল্যাণ ব্যাংক এক্সিকিউটিভ অফিসার (ক্যাশ) : ১৯] । এরূপ পানীয়, শ্রবণীয়, পালনীয় ইত্যাদি।