সঠিক উত্তর হচ্ছে: খেলনা
ব্যাখ্যা: √খেলা + অনা = খেলনা, যা বাংলা কৃৎ প্রত্যয় আনা যোগে গঠিত সাধিত শব্দ। অপরদিকে, √দুল+অনা = দুলনা > দোলনা; √লিখ + ত = লিখিত; √পা + অনা = পাওনা এগুলো প্রত্যয় সাধিত শব্দ\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]