সঠিক উত্তর হচ্ছে: সহনশীলতা
ব্যাখ্যা: যেসব মূল্যবোধ মানুষের গণতান্ত্রিক আচরণ, ব্যবহার ও কর্মকাণ্ডকে প্রভাবিত করে তাদের গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে অন্যতম প্রধান হলো সহনশীলতা। গণতন্ত্র মানেই হলো অন্যের মতের প্রতি শ্রদ্ধাপোষণ। অন্যকে তার মতামত ব্যক্ত করতে দেওয়া। এছাড়া সকলের সমঅধিকার, আইনের শাসন প্রভৃতি গণতান্ত্রিক মূল্যবোধ হিসেবে বিবেচিত। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)