ভাইভা প্রস্তুতি
মৌখিক পরীক্ষায় পোশাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভাইবা বোর্ডের পরীক্ষকগণ আপনাকে দেখে প্রথম ১০ সেকেন্ডের মধ্যেই আপনার সম্পর্কে একটি ধারনা তৈরী করে নিবে। তাই ভাইভা বোর্ডে আপনার নিজেকে স্মার্ট ভাবে উপস্থান করতে হবে। কথায় আছে আগে দর্শনধারী পরে গুণবিচারী। তবে কোনভাবেই ওভার স্মার্ট হওয়া যাবে না। ছেলেদের জন্য ফরমাল ফুল শার্ট, ফরমাল প্যান্ট ও কালো সুজ পরতে পারেন। খেয়াল রাখবেন সুজের রং এবং বেল্টের রং যেন একই হয়। শার্ট অবশ্যই ইন করবেন। টাই থাকলে ভালো, তবে না হলেও তেমন কোনো সমস্যা নেই। শীতকালে ভাইভা দেওয়ার সময় সুট-কোট পরতে পারেন। তবে গ্রীষ্মকালে অবশ্যই না। ভাইভা বোর্ডে জিন্স প্যান্ট বা হাফ শার্ট, ফকুয়া, টি-শার্ট পরা উচিৎ নয়।