সঠিক উত্তর হচ্ছে: বিসর্গ সন্ধি
ব্যাখ্যা: অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কন্ঠ কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধ্যন্য শিশ ধ্বনি হয়। যেমন- মনঃ + কার = নমস্কার; নিঃ + করা = নিষ্কর।