চাকরির পরীক্ষায় গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে পরীক্ষার্থী গণিতে ভালো করবে, তার পরীক্ষায় টিকার সম্ভাবনা অনেক বেশি। তাই চাকরির প্রতিযোগিতায় টিকতে হলে গণিতে ভালো করার কোন বিকল্প নেই। চলুন দেখে নেই কিভাবে গণিতে প্রস্তুতি নিবেন:
গণিতে ভালো করতে হলে চর্চার কোনো বিকল্প নাই। বেশি বেশি চর্চা করতে হবে। এর জন্য আপনি ৫ম শ্রেণি হতে ৯ম শেণির গণিত বই থেকে প্রাকটিশ করতে পারেন।
সেই সাথে আপনি যদি গণিতে বেশি দুর্বল হয়ে থাকেন তাহলে খাইরুলস বেসিক ম্যাথ বইটি দেখতে পারেন। যা আপনার বেসিক মজবুত করতে সাহায্য করবে।