সঠিক উত্তর হচ্ছে: ২ টাকা
ব্যাখ্যা: ২ টাকা ব্যাংক নোট নয় (এটি সরকারি নোট)। বাংলাদেশ সরকারি নোট মোট ৩টি। \nযথা, ১, ২ ও৫ টাকার নোট। এই টাকাগুলো তে অর্থ সচিব এর স্বাক্ষর থাকে।\n ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা বাংলাদেশ ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংক এ টাকাগুলো বের করে এবং এ নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]