সঠিক উত্তর হচ্ছে: যে,যদি,যেন
ব্যাখ্যা: যে,যদি,যদিও,যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থাকে।তাই তাদের অনুগামী সমুচ্চয়ী অব্যয় বলে।যেমনঃ আজ যদি পারি,একবার সেখানে যাবো,এভাবে চেষ্টা করবে যেন পাশ করতে পারো ইত্যাদি। [তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যকরণ ,নবম-দশম শ্রেণি]