সঠিক উত্তর হচ্ছে: কুটিল
ব্যাখ্যা: জগাইমাধাই- অন্তরঙ্গ বন্ধুদ্বয়; সমার্থক বাগধারা- জোড়ের পায়রা, হরিহর আত্মা ইত্যাদি\nজগদ্দল- মুখ্য অর্থ- পরমেশ্বর; গৌণ অর্থ- গুরুভার পাথর (বুকের ওপর যেন জগদ্দল পাথর চাপানো আছে)\nজগন্নাথযাত্রা- পুরীর তীর্থে গমন\nজগাখিচুড়ি- বিভিন্নরকম অবাঞ্ছিত জিনিসের সংমিশ্রণ; বিশৃঙখলা; উৎস-পুরীর জগন্নাথদেবের খিচুড়িভোগ); সমার্থক বাগধারা- হচপচ\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]