ব্যাখ্যা: বাংলাদেশে আদিবাসী পাত্র জনগোষ্ঠীর বসবাস কেবল সিলেটেই। সিলেট নগর যখন রাজা গৌড়গোবিন্দের শাসনে ছিল, সেই রাজ্যের প্রজা ছিল পাত্র সম্প্রদায়। হজরত শাহজালাল (রহ.)- এর সঙ্গে গৌড়গোবিন্দের যুদ্ধের পর রাজা ও রাজ্যের পতন হয়।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।