সরকারি চাকরির প্রস্তুতিতে থাকতে হবে সঠিক পরিকল্পনা ও হতে হবে কঠোর পরিশ্রমী। আমরা প্রত্যেকে জানি পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। কিন্তু কথাটি বাস্তবে হওয়া উচিত সঠিক পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম করাই সাফল্যের চাবকাঠি। বর্তমান সময়ে সরকারি-বেসরকারি সব চাকরির পরীক্ষায় প্রতিযোগীতা অনেক বেশি। আবার সব ধরনের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিও এক নয়।
বিভিন্ন পরীক্ষার প্রশ্নের ধরন বিভিন্ন। তাই চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরুর পূর্বে আপনাকে সঠিক পরিকল্পনা করে নিতে হবে যে আপনি বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ, নাকি মন্ত্রণালয়ের বিভিন্ন পদের চাকরির জন্য প্রস্তুতি নিবেন। আপনি যদি সবগুলো প্রস্তুতি একসাথে নিতে যান তাহলে একটিরও প্রস্তুতি ঠিকমত নিতে পারবেন না। তাই আপনাকে সর্বপ্রথম নির্ধারণ করতে হবে আপনি কোন ধরনের চাকরির প্রস্তুতি নিতে চান।