জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘আট বছর আগের একদিন’-এ একটি গল্প আছে। গল্পটি এমন এক ব্যক্তির, যে আত্মহত্যা করেছে আট বছর আগে। কবিতায় তার আত্মহত্যার কারণ খুঁজেছেন কবি। খুব সরল স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হয় না। বস্তুত তাঁর খোঁজাখুঁজির প্রক্রিয়া একদিকে দার্শনিক মেজাজের, আরেকদিকে কাব্যময় মাধুর্যের।