সঠিক উত্তর হচ্ছে: ৩৪ জন
ব্যাখ্যা: ছয় দফার কর্মসূচি জনপ্রিয়তা পেতে থাকলে আইয়ুব খানের সরকার আতঙ্কিত হয়ে আন্দোলন প্রতিহত করার জন্য দমন নীতি প্রয়োগ করতে থাকে। ১৯৬৬ সালের ৮ মে শেখ মুজিবুর রহমানকে দেশরক্ষা আইনে গ্রেফতার করা হয়। এতে আরও বিক্ষুদ্ধ হয়ে পড়ে প্রতিবাদী পূর্ব পাকিস্তানের জনগণ। আন্দোলনকে থামিয়ে দেয়ার জন্য সরকার নতুনভাবে ষড়যন্ত্র শুরুকরে। ১৯৬৮ সালের জানুয়ারিতে শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে সরকার পক্ষ থেকে একটি মামলা করা হয়। সরকারি নথিতে মামলার নাম ছিলো ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য’। এটি ছিল রাষ্ট্রদ্রোহিতার মামলা। সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের মধ্য থেকে আরও ৩৪ জনকে এই মামলার আসামী করা হয়। সূত্র- বোর্ড বইঃ নবম-দশম শ্রেণি।