সঠিক উত্তর হচ্ছে: ম্যাগনাকার্টা
ব্যাখ্যা: ম্যাগনাকার্টাকে ব্রিটেনের শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। ১২১৫ সালের ১৫ জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন। এতে ঘোষণা করা হয় কেউ আইনের উর্ধ্বে নয়। এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়। এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।