সঠিক উত্তর হচ্ছে: ৩
ব্যাখ্যা: আবরণী কলা শরীরের প্রধান কলার অন্যতম । ত্বকের উপরিভোগ , শ্বাসনালী, পরিপাক নালী ও মুত্র জনননালীর অভ্যন্তরভাগ এ কলা দ্বারা আবৃত। আকৃতি অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী কলা (Epithelium tissue ) তিন প্রকার। যথা : ১ স্কোয়ামাস (আইশাকার ) ২. কিউবয়ডাল (ঘনাকার ) এবং কলামনার (স্তম্ভাকৃতি ) এপিথেরিয়াল টিস্যু।