ভূপৃষ্ঠজনিত - ভূ-পৃষ্ঠে সদা চলনশীল পাতগুলোর সংঘর্ষের ফলে চ্যুতি ঘটার কারণে ভূমিকম্প হয়ে থাকে। আগ্নেয়গিরিজনিত - ম্যাগমা, গ্যাস ও বাষ্পের ঊর্ধ্বমুখী চাপের কারণে বিস্ফোরণে ভূমিকম্পের সৃষ্টি হয়। শিলাচ্যুতিজনিত - তাপ বিকিরণের ফলে শিলাস্তরে টান, সংকোচনের কারণেও ভূমিকম্প হয়।