সঠিক উত্তর হচ্ছে: মোদের গরব
ব্যাখ্যা:
ভাষা আন্দোলনের স্মৃতিতে স্থাপিত ভাস্কর্য \'মোদের গরব\' বাংলা একাডেমি প্রাঙ্গনে অবস্থিত।
- ২০০৭ সালের ফেব্রুয়ারিতে ভাস্কর্যটি উদ্বোধন করা হয়।
- ভাস্কর্যটির স্থপতি অখিল পাল। ভাস্কর্যটির উচ্চতা ১৮ ফুট এবং প্রস্থ ৯ ফুট।
সূত্রঃ বাংলা একাডেমি এবং দৈনিক যুগান্তর।