সঠিক উত্তর হচ্ছে: 2020 সালে
ব্যাখ্যা: ⸕ কিয়োটো প্রোটোকল: \r\n১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের প্রাচীন রাজধানী কিয়োটো নগরীতে COP এর তৃতীয় বৈঠকে Kyoto Protocol স্বাক্ষরিত হয় এবং বলা হয় উন্নত দেশগুলো ১৯৯০ সালকে ভিত্তি বছর ধরে ২০০৮-২০১২ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ 5.2% হারে কমাবে। প্রোটোকলটি কার্যকর হয় ১৬ই ফেব্রুয়ারি, ২০০৫ সালে। বাংলাদেশ ২২ অক্টোবর, ২০০১ সালে প্রোটোকলে স্বাক্ষর করে এবং ১৬ই ডিসেম্বর, ২০০৫ সালে তা কার্যকর করে। \r\n\r\n? প্রোটোকলটির মেয়াদ শেষ হবে ২০২০ সালে (পূর্বের মেয়াদ ২০১২+৮ বৎসর বৃদ্ধি)\r\n\r\n? মোট অনুমোদনকারী দেশ হলো ১৯১ টি (জাতিসংঘভুক্ত দেশ ১৮৯টি)। প্রকল্পটি অনুমোদনের জন্য প্রয়োজন ছিল ১৪৪টি দেশ। \r\n\r\n? চুক্তি স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি আমেরিকা।\r\n\r\n? কিয়োটো প্রোটোকল প্রত্যাহারকারী একমাত্র দেশ কানাডা। \r\n\r\n? কিয়োটো চুক্তির মূল বিষয়বস্তু বৈশি^ক উষ্ণতা হ্রাস।