প্রেমের মরা কেন জলে ডোবে না- এর কারণ জানতে হলে আগে আমাদের জানতে হবে প্রেমের মরা বলতে আসলে কী বোঝায়? এর মানে কি এই যে, যে প্রেম করে সে মরে গেছে? নাকি যার প্রেম ব্যর্থ? এ নিয়ে তর্ক বিতর্ক হতে থাকবেই, তবে আমাদের জানতে হবে কেন প্রেমের মরা জলে ডোবে না।প্রেম মানুষের জীবনের এক অসাধারণ অভিজ্ঞতার নাম, প্রেম হলো দিল্লির লাড্ডু, খেলেও পস্তাতে হয়, না খেলেও। প্রেম আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক উপকার করে। মারা গেলে সব মরাই জলে ডোবে না, তাহলে প্রেমের মরা মানে ব্যর্থরা জলে ডোবে না বলতে কী বোঝানো হচ্ছে তাহলে! এটা কি প্রেমের ব্যর্থতাকেই মরার সাথে তুলনা করা হচ্ছে? তাহলে কেন প্রেমে ব্যর্থ মানুষ জলে ডুবে যাবে না?এর পেছনে অনেক মণীষী অনেক কারণ বলে গেছেন। অনেকে ধারণা করেন, প্রেম করলে মানুষকে পাড়ি দিতে হয় দুঃখ-বিরহ-ভালোবাসার এক অথৈ সাগর। আর যারা এই সাগর পাড়ি দিতে পারে তারা অবশ্যই সাঁতার পারবে। তাই তাদের জলে ডোবার কোনো সম্ভাবনা নেই। আবার অনেকে এর অন্তনির্হিত ভাব ব্যাখ্যা করতে গিয়ে বলেন-প্রেম করলে সবাইকে কাঁদতে হয়, আর প্রেমে মরলে তো কাঁদতে হবেই। আর এখানে জল বলতে চোখের জলকে বোঝানো যেতে পারে যে, চোখের জলে কখনো কোন প্রেমিক ডোবে না। আর আমরা সবাই জানি আমাদের চোখের পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে, আর সেটাই আমাদের ভেসে থাকতে সাহায্য করে। তাই প্রেমের মরা জলে ডোবে না। মূলত, এ লাইনের মাধ্যমে আমাদের ইঙ্গিত দেওয়া হয়েছে, জলে না ডোবা একটি খারাপ জিনিস, আর প্রেমের মরা জলে ডোবে না তাই আমাদের প্রেম করতে মানা করা হয়েছে, কারণ প্রেম করলে মৃত্যু সুনিশ্চিত। হেন কোনো ডাক্তার কবিরাজ নেই যিনি আপনাকে প্রেমের মরা থেকে বাঁচাতে পারবেন। তাই প্রেম করার আগে চিন্তা করে নিন, জলে ডুবতে চান নাকি ডুবতে চান না।তবে সব শেষে বলা যায়, প্রেমের মরা জলে ডোবে না, কারণ প্রেম মানুষকে এমনিই ডোবায়, খালি ডোবায় বললে ভুল বলা হবে, একদম নাকানি চুবানি দিয়ে ডোবায়। ডোবাতে ডোবাতে এত বেশি ডোবায় যে এত ডোবাডুবির পর আর ডোবার কোনো অবকাশ থাকে বলে মনে হয় না, তাই হয়তো প্রেমের মরা জলে ডোবে না।