সঠিক উত্তর হচ্ছে: রাজনৈতিক
ব্যাখ্যা: তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচিয়তা অদ্বৈত মল্লবর্মণ। উপন্যাসটি জেলে ও মৎসজীবীদের জীবন নিয়ে রচিত। তিনি \'সাদা হাওয়া\' নামে রাজনৈতিক উপন্যাস রচনা করেন। এছাড়া অদ্বৈত মল্লবর্বণ। এছাড়াও অদ্বৈত মল্লবর্মণ নয়াবসত, রামধনু নামে গ্রন্থ রচনা করেন। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]