সঠিক উত্তর হচ্ছে: স্বর্ণকুমারী দেবী
ব্যাখ্যা: আধুনিক বাংলা সাহিত্যের প্রথম নারী উপন্যাস রচয়িতা - স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের বোন ছিলেন। তার উল্লেখযোগ্য উপন্যাসঃ দীপ নির্বাণ, মেবার রাজ, মালতী, বিদ্রোহ, বিচিত্রা, মিলনরাত্রি ইত্যাদি। নাটকঃ - বসন্ত উৎসব, বিবাহ উৎসব, দেব কৌতুক, ইত্যাদি। কাব্যঃ গাথা, কবিতা ও গান। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।