সঠিক উত্তর হচ্ছে: ফখরুদ্দিন মুবারক শাহ
ব্যাখ্যা: সঠিক উত্তর (ঘ)। মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৩৩ খ্রিস্টাব্দের ১২ই সেপ্টেম্বর মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতবর্ষে আগমন করেন। সুলতানের সাথে পরিচয় ঘটলে তিনি এই পরিব্রাজককে কাজির পদে নিযুক্ত করেন। তিনি ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্বকালে (১৩৪৫-৪৬ খ্রিস্টাব্দে) বাংলায় আসেন। বাংলাদেশে আসার তাঁর মূল উদ্দেশ্য ছিল সিলেটে গিয়ে হযরত শাহজালালের সঙ্গে সাক্ষাৎ করা। তিনি দক্ষিণ ভারত থেকে সমুদ্রপথে চট্টগ্রাম আসেন। সেখান থেকে তিনি সিলেট যান। সিলেট থেকে তিনি নদী পথে সোনারগাঁও আসেন। তিনি প্রথম বিদেশি হিসেবে ‘বাঙ্গালা’ শব্দ ব্যবহার করেন। তিনি বাংলার নামকরণ করেন ‘দোযখপুর আয নিয়ামত’ বা ‘আশীর্বাদপুষ্ট নরক’ বা ধনপূর্ণ নরক। তাঁর ‘কিতাবুল রেহালা’ নামক গ্রন্থে বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায়। \r\n\r\n→ সোনারগাঁয়ের শাসনকর্তা বাহরাম খানের মৃত্যু হয় ১৩৩৮ খ্রিস্টাব্দে। বাহরাম খানের মৃত্যুর পর তাঁর বর্মরক্ষক ‘ফখরা’ নামের এক কর্মচারী স্বাধীনতা ঘোষণা করেন এবং ‘ফখরুদ্দিন মুবারক শাহ’ নাম দিয়ে সোনারগাঁও শাসন করেন। এভাবেই সূচনা হয় বাংলার স্বাধীন সুলতানি যুগের।