সঠিক উত্তর হচ্ছে: জলকে বাষ্পে পরিণত করা
ব্যাখ্যা: ভৌত পরিবর্তন
\nআকৃতি, আকার, পদার্থের অবস্থা এবং এর রঙের মতো বৈশিষ্ট্যগুলিকে ভৌত বৈশিষ্ট্য বলা হয়। এই বৈশিষ্ট্যগুলির পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলা হয় ।\nরাসায়নিক পরিবর্তন
\nযে পরিবর্তনে এক বা একাধিক নতুন পদার্থ তৈরি হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে।