সঠিক উত্তর হচ্ছে: সীতারাম
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস- সীতারাম (১৮৮৭)। এতে এক ব্যক্তির পারিবারিক জীবন প্রাধান্য পেয়েছে, গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি। অন্যগুলােতে গ্রামীণ জীবনের প্রাধান্য লাভ করেছে। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।