সঠিক উত্তর হচ্ছে: অসমীকরণ
ব্যাখ্যা: অসমীকরণ (Dissmilation): \r\nএকই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ। যেমন :\r\n? ধপ + ধপ ˃ ধপাধপ\r\n? পট + পট ˃ পটাপট\r\n? টপ + টপ ˃ টপাটপ \r\nদুটো সমবর্ণের ধ্বনির মাঝখানে একটি ‘আ’ ধ্বনি চলে এসেছে এই স্বরের পুনারাবৃত্তি দূর করার জন্য।