সঠিক উত্তর হচ্ছে: চাঁপাই নবাবগঞ্জ
ব্যাখ্যা: মোস্তফা কামাল \r\n? দৌলতখান, ভোলা (জন্মস্থান) \r\n? আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া (সমাধি) \r\n\r\nহামিদুর রহমান \r\n? কালিগঞ্জ, ঝিানাইদহ (জন্মস্থান)\r\n? ত্রিপুরা, ভারত (প্রথম সমাধি), মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা। (বর্তমান সমাধি)\r\n\r\nমহিউদ্দীন জাহাঙ্গীর \r\n? বাবুগঞ্জ, বরিশাল (জন্মস্থান) \r\n? চাঁপাইনবাবগঞ্জ (সমাধি) \r\n\r\nমোহাম্মদ রুহুল আমীন \r\n? সোনাইমুড়ি, নোয়াখালী (জন্মস্থান)\r\n? রূপসা, খুলনা (সমাধি)\r\n\r\nমতিউর রহমান \r\n↔ রায়পুরা, নরসিংদী (পৈতৃক নিবাস)\r\n↔ আগা, সাদেক রোড, ঢাকা (জন্মস্থান)\r\n→ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রথম সমাধি মাশরুর বিমানঘাঁটি করাচি। ব্লু-বার্ড বিমান নিয়ে বাংলাদেশে আসার সময় বিমান দুর্ঘটনায় তিনি শহীদ হন। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। \r\n\r\nনূর মোহাম্মদ শেখ \r\n? সদর, নড়াইল (জন্মস্থান) \r\n? কাশিপুর, যশোর (সমাধি) \r\n\r\nমুন্সি আব্দুর রউফ \r\n? মধুখালী, ফরিদপুর (জন্মস্থান) \r\n? রাঙামাটি (সমাধি)