ব্যাখ্যা: ফণিমনসা উদ্ভিদের কাণ্ড রুপান্তরিত হয়ে পাতার কাজ করে। আদা এক ধরনের রাইজোম জাতীয় রুপান্তরিত কাণ্ড। পাথরকুঁচি উদ্ভিদ তার পাতার সাহয্যে বংশবৃদ্ধি করে। ফার্ন এক ধরনের অপুষ্পক উদ্ভিদ যার দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।