সঠিক উত্তর হচ্ছে: প্রকাশনা
ব্যাখ্যা: এ পদ্ধতিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার বা সংক্ষেপে আই এস বি এন (ISBN) বলা হয়। ১৯৬৬ সালে ইংল্যান্ডে এই পদ্ধতিতে বইয়ের সংখ্যার হিসেব রাখতে প্রত্যকটি বইয়ে একটি নাম্বার দেওয়া হয়েছিল। তারপর ১৯৭০ সালে আন্তর্জাতিকভাবে এই পদ্ধতি গ্রহন করা হয়। এখন আন্তর্জাতিক আইএসবিএন সোসাইটি এটি নিয়ন্ত্রণ করে থাকে।\n\n[তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ]