মৌলিক যে পার্থক্য তা হলোঃ বিসিএস ক্যাডার এর সবগুলো চাকরি-ই প্রথম শ্রেণি-র , অন্যদিকে নন-ক্যাডার সব প্রথম শ্রেণি-র চাকরি না । ক্যাডার হলে সরাসরি ও নিশ্চিত নিয়োগ হয়ে থাকে, তবে নন-ক্যাডার হলে সরাসরি নিয়োগ তো হয়-ই না (পিএসসি বিভিন্ন চাকরির জন্য সুপারিশ করবে) , এমনকি চাকরি না হওয়ারও অনেক ইতিহাস আছে ।Sep 12, 2021