মানব বৈশিষ্ট্য পরিমাপবিদ্যা বা বায়োমেট্রিক্স (ইংরেজি: Biometrics) বলতে মানব-সম্পর্কিত পরিসংখ্যান বোঝায়। বায়োমেট্রিক্স সনাক্তকরণ (অথবা বাস্তবসম্মত সনাক্তকরণ) কম্পিউটার বিজ্ঞানে বহুল ব্যবহৃত একপ্রকার সনাক্তকরণ প্রথা। একদল লোকের উপর নজরদারী চালাতে এটি ব্যবহার করা যায়। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এর গঠন বা মানুষের আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতিই বায়োমেট্রিক্স।