সঠিক উত্তর হচ্ছে: ৬ মার্চ ১৮১২
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র গুপ্ত উত্তর চব্বিশ পরগনা জেলার কাঞ্চনপল্লী (বর্তমানে কাঁচড়াপাড়া) গ্রামের এক সম্ভ্রান্ত বৈদ্য পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক। তাঁর হাত ধরেই বাংলা কবিতা জগত মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল। উল্লেখ্য, তিনি \"গুপ্ত কবি\" নামেও পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ তাঁর পরবর্তী বহু সাহিত্যিক ঈশ্বর গুপ্তকে \'গুরু\' পদে বরণ করেন।