সঠিক উত্তর হচ্ছে: সৈয়দ এমদাদ আলী
ব্যাখ্যা: \"নবনূর\" কলকাতা থেকে প্রকাশিত (১৯০৩) পত্রিকা। এর সম্পাদক ছিলেন সৈয়দ এমদাদ আলী। বাংলার মুসলিমদের উন্নয়ন পত্রিকার মূল উদ্দেশ্য ছিল। এতে ইসলামের ইতিহাস, সাহিত্য, দর্শন বিষয়ে লেখা প্রকাশ করা হত।\n[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]