সঠিক উত্তর হচ্ছে: ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে
ব্যাখ্যা: মিশ্র বা জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে হলে মিশ্র বাক্যের অপ্রধান খন্ডবাক্যটিকে সংকুচিত করে একটি পদ বা একটি বাক্যাংশে পরিণত করতে হয়৷ তাই \'যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে\' বাক্যটির সঠিক সরল বাক্য হলো- ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে৷ উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।