সঠিক উত্তর হচ্ছে: সবগুলো
ব্যাখ্যা: সুশাসন একটি দ্বিমুখী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সরকারের দায়বদ্ধতার পাশাপাশি নাগরিককেও তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। এক্ষেত্রে নাগরিকের করণীয় হলো আনুগত্য প্রদর্শন, আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান, সামাজিক দায়িত্ব পালন প্রভৃতি। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)