সঠিক উত্তর হচ্ছে: কমা
ব্যাখ্যা: উদ্ধরণ চিহ্নের পূর্বে ( খন্ডবাক্যের শেষে ) কমা বসাতে হয় । যেমন - সাহেব বললেন, \'ছুটি পাবেন না । \'\n\nএকটি ও পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহৃত হয় ।\n\nউদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ডেস চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয় ।\n\nসমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয় ।