সঠিক উত্তর হচ্ছে: আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত \'নরকে লাল গোলাপ\' নাটকটির রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। প্রসঙ্গত, নীলিমা ইব্রাহিম মুক্তিযুদ্ধের পটভূমিতে \'যে অরণ্য আলো নেই\' এবং সৈয়দ শামসুল হক \'পায়ের আওয়াজ পাওয়া যায়\' নামক নাটক রচনা করেছেন। অপরদিকে, সেলিনা হোসেন মূলত একজন ঔপন্যাসিক।