সঠিক উত্তর হচ্ছে: চর্যাপদ
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন \'চর্যাপদ\' ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত হয়। চর্যাপদের পুঁথিগুলো ১৯১৬ সালে \'বঙ্গীয় সাহিত্য পরিষদ\" থেকে বই আকারে প্রকাশিত হয়। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুই পা এবং সবচেয়ে বেশি পদ রচনা করনে কাহ্ন পা (১৩টি)। অন্যদিকে মধ্যযুগের কার্যগ্রন্থ লাইলী মজনু, শ্ৰীকৃষ্ণকীর্তন ও পদ্মাবতীর রচয়িতা হলেন যথাক্রমে দৌলত উজির বাহরাম খান, বড়ু চন্ডিদাস ও আলাওল।\nতথ্যসূত্রঃ জিজ্ঞাসা,সৌমিত্র শেখর